সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, জাতীয় সংসদের মরহুম স্পীকার, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আলহাজ্ব হুমায়ুন রশীদ চৌধুরীর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ধুপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং বিশেষ অতিথি থাকবেন, সিলেট জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক হক ও সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।