সিলেটপোস্ট রিপোর্ট: টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তামিম। দলীয় ১২ রানে স্টেইনের বলে দ্বিতীয় স্লিপে থাকা আমলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। এই উইকেট শিকারে চারশ’ উইকেট ক্লাবে নাম লেখালেন পেসার ডেল স্টেইন।
সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ ২৮.৪ ওভার শেষে এক উইকেটে ৭৫ রান। ক্রিজে রয়েছেন ইমরুল কায়েস ২৮ ও মমিনুল ৩৫ রান নিয়ে ।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই টেস্টে দুদলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাইজুল ইসলামের পরিবর্তে টাইগারদের দলে নেওয়া হয়েছে নাসির হোসেনকে। অন্যদিকে প্রোটিয়াদের দলে কুইন্টন ডি ককের পরিবর্তে টেস্টে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ডেন ভিলাসের।