সিলেটপোস্টরিপোর্ট:সিলেট জেলা স্টেডিয়াম সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রæপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়েছে।ম্যাচের ৩৩ মিনিটে মোহাম্মদ শাওনের দুর্দান্ত এক গোলে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।উভয় দলই ইতোমধ্যে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। এজন্য আজকের ম্যাচটি নিয়মরক্ষার। তবে আজকের বিজয়ী দল হবে গ্রপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছে বলে উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেলছে।এদিকে আজকের ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের আগমন ঘটেছে। ক্রমেই স্টেডিয়ামের গ্যালারি দর্শকপূর্ণ হয়ে ওঠছে। সুর বাড়ছে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ গানের।#বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।# ভারতীয় স্কোয়াড: মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মমদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, রিবহাভ জতীন সারদেশী, সুরাব মেহের, প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলকিপার)
পঠিত : 75
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন