সিলেটপোস্টরিপোর্ট:ঐহিত্যবাহী ও আন্তর্জাতিক সংগঠন রোটারেক্ট বাংলাদেশ অঙ্গনের আর আই ডি ৩২৮২ এর নয়া ডি আর আর নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মোঃ সাজ্জাদ। তিনি ২০১৫-২০১৬ রোটা বর্ষের ডি আর আর হিসাবে হিসাবে নেতৃত্ব দিবেন। নির্বাচিত ডি আর আর নিয়ে রেটারেক্ট ক্লাবগুলোতে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজমান। রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীনভিউ এর সাবেক সভাপতি ও মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি সিলেটের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রোটারেক্টর ফজলুল কাদির চৌধুরী দিনার এক বিবৃতিতে বলেন রোটারেক্টর মোঃ সাজ্জাদ একজন দক্ষ সংগঠক। আমি আশা করি তার নেতৃত্বে ২০১৫-২০১৬ রোটা বর্ষের পথচলা আরো সুদৃঢ় ও প্রানবন্ত ও শৈল্পিকতা লাভ করবে। তিনি তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অভিনন্দন আর আই ডি ৩২৮২ নয়া ডি আর আর কে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ১১, ২০১৫ | ৫:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »