সিলেটপোস্টরিপোর্ট:জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দায়ী পুলিশদের শুধু প্রত্যাহার করে নেয়া যথেষ্ট নয়। তাদেরকে মানুষ হত্যার জন্য ফৌজদারি অপরাধে দন্ডিত করে বিচার করতে হবে। রাষ্ট্র যে আইনের শাসনে বিশ্বাস করে আমরা সেটা দেখতে চাই।টাঙ্গাইলের কালিহাতীতে গত শুক্রবার পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ও হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি আজ সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘পুলিশিং যে ব্যবস্থা তা অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও পুলিশ ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে। অস্ত্র হাতে থাকলেই যদি এভাবে ব্যবহার করা হয়, তাহলে একজন পুলিশ ও সন্ত্রাসীর সঙ্গে কোন তফাৎ থাকে না। আমরা কোন অবস্থাতেই পুলিশকে সন্ত্রসীর চেহারায় দেখতে চাই না। সুতরাং যারা নিরীহ জনগণের উপর গুলি বর্ষণ করেছে কোন অবস্থাতেই তা মেনে নেয়া যায় না। ওইদিন আমি যদি ঘটনাস্থলে থকলে প্রতিবাদ করতাম। কোন বিবেক সম্পন্ন মানুষ এর প্রতিবাদ না করে পারে না। যারা বিবেক সম্পন্ন মানুষ তারা সেদিন প্রতিবাদ করতে গিয়েছিলেন। এই শান্তিপূর্ণ প্রতিবাদের উপর এহেন গুলি বর্ষণ কেন ? ’তিনি আরও বলেন, মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। মাতৃত্বের যে অবমাননা করা হয়েছে বাংলাদেশের মাটিতে কোন অবস্থাতেই যেন তাদের পক্ষ অবলম্বন করা না হয়। যে অপরাধ হয়েছে তার যথাযথ বিচার হতে হবে। তাহলেই জনগণের মাঝে আবার শান্তি ফিরে আসতে পারে।
দায়ী পুলিশদের ফৌজদারী অপরাধে বিচার করতে হবে: ড.মিজান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২১, ২০১৫ | ৫:৪০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »