অভিনেত্রী পূজা বাতরার সঙ্গে অক্ষয়ের সম্পর্কই প্রথম সামনে আসে। মডেল তথা অভিনেত্রী পূজার সঙ্গে বেশ কয়েক বছর মেলামেশা করেন অক্ষয়।
আয়েশার সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা খিলাড়ি সর্বপ্রথম খ্যাতি এনে দিয়েছিল অক্ষয়কে। সেই সিনেমারই সেটে আয়েশার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় অক্ষয়ের।
মোহরা সিনেমায় দুজনের অনস্ক্রিন সম্পর্কের রসায়ন মাতিয়ে দিয়েছিল দর্শককে। তিন বছর প্রেমপর্ব চলার পরে তা ভেঙে দেন রাবিনাই। কারণ অক্ষয় তার বিশ্বাস অর্জন করতে পারেননি।
শিল্পা ও অক্ষয়ের প্রেম কাহিনি বলিউডে সর্বজনবিদিত। এক্ষেত্রেও রবিনার মতোই সম্পর্ক এক বছর গড়ানোর পরই তাতে ছেদ টানেন শিল্পা। কারণ তিনি জানতে পেরেছিলেন, গোপনে টুইঙ্কেলের সঙ্গে প্রেম চালাচ্ছেন অক্ষয়।
শিল্পার সঙ্গে সম্পর্কে থাকার মাঝেই টুইঙ্কেলকে ডেট করতে থাকেন অক্ষয়। শেষপর্যন্ত তার গলাতেই মালা দেন তিনি। দুই সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন দুজনে।
অ্যাতরাজ, আন্দাজ ইত্যাদি সিনেমায় প্রিয়াঙ্কা ও অক্ষয়কে দেখে ফের একবার বিতর্ক তৈরি হয়েছিল। তবে তেমন কিছু অক্ষয়ের বিবাহিত সম্পর্কে দাগ কাটতে পারেনি।