সিলেটপোস্টরিপোর্ট:এবার রংপুরে হোসিকোমিও নামে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার সকাল ১০ টার দিকে রংপুরের কাউনিয়ার কাচুআলুতারি এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে একটি রিকশা যোগে ওই জাপানি নাগরিক একটি কাজে যাচ্ছিলেন। এসময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল হাসপাতালে রয়েছে।পুলিশ জানায়, এক বছরের ভিসা নিয়ে হোসিকমিও রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের কাউনিয়ার কাচুআলুতারি এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন। সকালে নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুতারিতে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কাছ থেকে গুলি করে। গুলি তিনটি তাঁর বুক, পাজড় ও হাতে লাগে।পুলিশ আরো জানায়, দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে হোসিকমিওর হাতের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি জাপানি নাগরিক। তবে তাঁর অবস্থান সম্পর্কে পুলিশকে আগে থেকে কিছু জানানো হয়নি।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) সরওয়ার হোসেন জানান, হাসপাতালে আসার আগেই হোসিকনিওর মৃত্যু হয়েছে। তাঁর বুকে ও শরীরে গুলি লেগেছে।এদিকে জাপানি নাগরিক নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার, পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, এঘটনার তদন্ত চলছে।উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেসারে তাবেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তাঁর হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঠিক সেই মুহূর্তে রংপুরে একই ধরনের ঘটনা ঘটল।
এবার রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৩, ২০১৫ | ৯:৫৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »