সিলেটপোস্টরিপোর্ট:গোয়াইনঘাট উপজেলার নওয়াগাও পল্লিতে স্কুল ছাত্রীর উপর নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। কোনো রকম পূর্ব শত্রুতা ছাড়াই এমন আকষ্মিক ঘটনায় এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি করেছে। শিশু নির্যাতনের অব্যাহত ধারাবাহিকতাই কি-না-এমন প্রশ্ন এখন জনমনে। এব্যাপারে নির্যাতনকারীর পিতা নুর ইসলাম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন ধারায় অভিযোগ দাখিল করেছেন বলে জানান ভিটটিমের পিতা।প্রত্যক্ষদর্শী ও স্কুল ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল অনুমানিক সকাল সাড়ে ৯টায় স্কুল ছাত্রী মারজানা (১০) ও তার চাচাতো বোন ফাতিমা বেগম প্রতিদিনের ন্যায় স্কুলে যাতায়াতকালে একই গ্রামের বখাটে আব্দুল হাশিমের পুত্র রশিদ মিয়া (৩০), আব্দুর রবের পুত্র জহির আহমদ ও ফারুক মিয়া তাদের উপর ঝাপিয়ে পড়ে এবং মারধর শুরু করে। এসময় তাদের আর্তচিৎকারে তাদের চাচা হাবিবুর রহমান এগিয়ে আসলে তাকেও মারধর করে গুরুতর ভাবে আহত করে। বর্তমানে তারা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এব্যাপারে গোয়ানঘাট থানার এসআই হক জানান, এরকম একটা অভিযোগ থানায় এসেছে। তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিগগির তদন্ত নিশ্চিত করে এর সত্যতা যাচাই করা হবে।
সিলেটে গোয়াইনঘাটে দু’স্কুল ছাত্রীকে নির্যাতন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৪, ২০১৫ | ৬:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »