সিলেটপোস্টরিপোর্ট:সিলেট শহরের ভিতর দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধের দাবীতে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষক, কাউন্সিলরদের সাথে ব্যবসায়ীদের আগামী ৬ই অক্টোবর মঙ্গলবার মতবিনিময় কর্মসূচি সফলে নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ সমূহের প্রতিনিধি ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সিন্ধান্ত অনুসারে মানববন্ধন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচী দিতে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে নেবে ।নগরীর আম্বরখানাস্থ মার্কেটের কার্যালয়ে গত শনিবার রাতে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আয়েদুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক ইয়াহইয়া আহমদ, সদস্য রাশেদুজ্জান রাশেদ,জুনেদ আহমদ, ফয়জুর রহমান সুমন, মজুমদারী প ায়েত কমিটির হাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাংহঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, স্বাধীন সামাজিক সংগঠনের সহ-সম্পাদক নজির হোসেন লাহিন, কিং কোবরার সভাপতি ওমর মাহবুব, সূর্য সেনার মিজান আহমদ প্রমুখ।