অ্যাকশন কমিডিয়ান ছবিতে বরাবরই সফল অক্ষয় কুমার। সেই সূত্রে প্রভূদেভা পরিচালিত ‘সিং ইজ ব্লিং’ মুক্তির পরই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। যার সুবাদে শুক্রবার মুক্তি পাওয়ার পর তিন দিনেই আয়ের দিক থেকে হাফ সেঞ্চুরি করে ফেলেছে অক্ষয় অভিনিত এ অ্যাকশন-কমিডিয়ান ছবিটি। মুক্তির শুরুর দিনে শুক্রবার ছবিটির আয় ছিল ২০.৬৭ কোটি। দ্বিতীয় দিন শনিবার আয় হয় ১৪.৫০ কোটি। আর তৃতীয় দিন রবিবার ছুটির দিন হওয়ায় আয় বেড়ে দাঁড়ায় ১৯.২৭ কোটিতে। এ নিয়ে তিন দিনে ছবিটির মোট আয় গিয়ে দাঁড়ায় ৫৪.৪৪ কোটিতে। বক্স অফিসে এটাই অক্ষয়ের সর্বোচ্চ সাপ্তাহিক আয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
তিন দিনে ৫৪ কোটিতে সিং ইজ ব্লিং
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৫, ২০১৫ | ৮:৫৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »