সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীবাজার-সিলেট সড়কের শাহবন্দর এলাকা থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলা জানিয়েছে পুলিশ।হলেন- মজিবুল ইসলাম (৩৫), ধন মিয়া (৪৫) ও সবুজ মিয়া (২৫)। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে।মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মৌলভীবাজার থেকে পাইপগান, গুলিসহ আটক ৩
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৭, ২০১৫ | ১২:৩৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »