সিলেট পোস্ট রিপোর্ট : সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সিলেট জেলা দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৩টায়। আজ আদালতে আরো ৪ জন সাক্ষ্য প্রদান করছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আটক সকল আসামীর উপস্থিতিতে ৪র্থ দিনের মতো স্বাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।
এই মামলার মোট ৩৮ জন স্বাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৪ জন স্বাক্ষি তাদের স্বাক্ষ্য প্রদান করলেন।
আগামী ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর মামলার পরবর্তী আরো ৫টি তারিখে লাগাতার স্বাক্ষ্য গ্রহনের আদেশ দিয়েছেন আদালত ।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। হত্যকান্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পুলিশ শুরুতে ঘটনাটি ধামাচাপ দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে জনতার সহায়তায় আসামীদের আটক করতে সমর্থ হয়। তবে মূল আসামী কামরুল সৌদি আরবে পালিয়ে যায়। তবে তাকে ফেরত আনতে কার্যক্রম শুরু হয়েছে।