সিলেট পোস্ট রিপোর্ট :বালাগঞ্জ ও ওসমানীনগরে এবার ৫৯ টি পুজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্টিত হচ্ছে। পূজার সকল প্রন্তুতি গ্রহন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ও সকল শারদীয় দূর্গাপুজার সার্বিক বিষয়ে আগামী ১২ ও ১৩ অক্টোবর পূজা পরিষদ ও মন্ডপ কমিটির কর্মকর্তাদের নিয়ে।বালাগঞ্জে সার্বজনীন ২৫টি, ব্যক্তিগত ৪টি ওসমানীনগরে সার্বজনীন ২৪টি ও ব্যক্তিগত ৬টি নিয়ে মোট ৫৯টি মান্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্টিত হবে। বালাগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটি ইতিমধ্যে সবকটি মান্ডপের কর্মকর্তাদের নিয়ে সার্বিক বিষয়ে সভা করেছে। প্রতিটি মান্ডপে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন। কোন কোনমান্ডপে মুর্তির কাজ শেষ হওয়ায় সেখানে নিরাপত্তার জন্য মান্ডপ কমিটি ব্যবস্থার জন্য পুজা পরিষদ অনুরোধ জানিয়েছেন। পুজা পরিষদ মনিটরিং সেল গঠন করেছে ।এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সত্যন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক বিজন কুমার ধর ও সাংগঠনিক সম্পাদক রজত দাস ভুলন জানান শারদীয় দূর্গাপুজাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে পূজা পরিষদ সবকটি মান্ডপের কর্মকর্তাদের নিয়ে সভা করেছি।মনিটরিং সেল, পুজা পরিদর্শনটিম গঠন সহ সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন পুজাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।