সিলেটপোস্ট রিপোর্ট: সিলেট নগরীর বালুচর থেকে মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা সোয়া ২টার দিকে র্যাব-৯ এর সাদা পোষাকধারী একটি দল তাকে গ্রেফতার করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন মোটর সাইকেলযোগে বালুচর এলাকা দিয়ে যাচ্ছিলেন। বালুচর পয়েন্ট সংলগ্ন এমসি কলেজ খেলার মাঠ এলাকায় যাওয়ার পর র্যাব-৯ এর সাদা পোষাকধারী একটি দল মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় নাচন মোটর সাইকেলের পেছন থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করে। নাচনকে গ্রেফতারের সময় মোটর সাইকেল চালক যুবক পালিয়ে যায়।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান- বালুচর এলাকা থেকে র্যাব-৯ এর একটি বিশেষ দল ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে। তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। নাচন বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে জানান ওসি নিজাম।
র্যাব-৯ এর সহকারি পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী নাচনকে আটকের কথা নিশ্চিত করে বলেন, আটককৃত রেজাউল করিম নাচনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৫/৬টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।