সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রোকবানি চৌধুরী জাবেদের বাড়ি থেকে ১১০টি চকলেট বোমা ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাতে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) শওকত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বীরশ্রী ইউনিয়নের জামডহর গ্রামে জাবেদের বাড়িতে অভিযান চালিয়ে এই বোমা ও বই উদ্ধার করেন।এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই সিরাজ উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।এর আগে শনিবার বেলা ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সভা থেকে গ্রেফতার করা হয় জাবেদকে।গ্রেফতারের পর জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানিয়েছিলেন জাবেদের বিরুদ্ধে সিলেট ও জকিগঞ্জ থানায় নাশকতার কয়েকটি মামলা রয়েছে।রবিবার তাকে জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়।ওসি শফিকুর রহমান খাঁন জানান, জামায়াত নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম বাধাগ্রস্থ, অরাজকতা সৃষ্টি ও নাশকতার লক্ষ্যে এই বোমা ও লিফলেটগুলো রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ এগুলো উদ্ধার করেছে।