সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «  

সিলেটে যৌতুকের জন্য নববধুর চুল কাটল স্বামী !

pসিলেটপোস্টরিপোর্ট:যৌতুকের জন্য নববধু তাসলিমার চুল কেটে নিয়েছেন তার স্বামী রহিম। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে সিলেটের কোম্পানীগঞ্জে। শশুরালয়ে গিয়েছেন ৬ নভেম্বর। ৯ নভেম্বর রাতেই নববধূর ওপরে নেমে এসেছে যৌতুকের অভিশাপ। স্বামী-স্বজন মিলে বিবস্ত্র করে চালিয়েছেন নির্যাতন। কেটে ফেলেছেন চুল। চোখের জলে আর অপমানে বিয়ের সাজ মুছে গেছে ওই নববধুর। এমন নির্মমতার শিকার হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জের পিতৃহীন তাসলিমা জান্নাত কলি। এই ঘটনায় মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন নববধুর মামা তেরা মিয়া। অভিযোগে বলা হয়, বিবস্ত্র করে স্পর্শকাতর অঙ্গে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটানো হয় কলিকে। এতে তার শরীরে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। এটুকুতেই ক্ষান্ত হননি তারা, চুল কেটে ফেলেছেন তার। এরপর রাতভর তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করা হয়। প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেন।জানা গেছে, জন্মের আগেই কলির বাবা মাহমদ আলী মারা যান। তারপর থেকে ভোলাগঞ্জে মামা তেরা মিয়ার কাছে বড় হচ্ছিলেন তিনি। চলতি বছরের ৫ এপ্রিল উপজেলার নারাইনপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আব্দুর রহিমের সাথে আকদ হয় কলির। গত ৬ নভেম্বর তাকে শশুড়ালয়ে উঠিয়ে নেওয়া হয়। ৯ নভেম্বর স্বামীকে নিয়ে কলি মামার বাড়িতে বেড়াতে (ফেরা যাত্রা) আসেন। তখনই তার স্বামী মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা কেনার জন্যে দশ লাখ টাকা যৌতুক চেয়ে বসেন। এই টাকা দিতে সময় চান কলির মামা। ওই দিন সন্ধ্যায়ই তারা ফের শশুড়ালয়ে ফিরে যান। রাতেই তার ওপর নেমে আসে নির্যাতন। তাৎক্ষণিকভাবে পাঁচ লাখা টাকা আদায়ের জন্যে স্বামী ও তার স্বজনারা কলির ওপর চাপ সৃষ্টি করেন। এতে অস্বীকৃতি জানালে মারধোরের এক পর্যায়ে তার চুল কেটে দেন স্বামী ও স্বজনরা। কলিকে নির্যাতনের নিকটাত্মীয় আতাউর রহমান (৪০) ও ছৈইফ উল্লাহর (৫৮) প্ররোচনা রয়েছে বলে অভিযোগ ওঠেছে।এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: রুহুল আমিন বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) শংকর নন্দি মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিবাদীর বাড়িতে গিয়েছিলেন, তবে ঘটনাকারী কাউকে সেখানে পাননি। বর্তমানে তিনি রোগীকে দেখতে সিলেট ওসমানীতে অবস্থান করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.