সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

সিলেটে যৌতুকের জন্য নববধুর চুল কাটল স্বামী !

pসিলেটপোস্টরিপোর্ট:যৌতুকের জন্য নববধু তাসলিমার চুল কেটে নিয়েছেন তার স্বামী রহিম। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে সিলেটের কোম্পানীগঞ্জে। শশুরালয়ে গিয়েছেন ৬ নভেম্বর। ৯ নভেম্বর রাতেই নববধূর ওপরে নেমে এসেছে যৌতুকের অভিশাপ। স্বামী-স্বজন মিলে বিবস্ত্র করে চালিয়েছেন নির্যাতন। কেটে ফেলেছেন চুল। চোখের জলে আর অপমানে বিয়ের সাজ মুছে গেছে ওই নববধুর। এমন নির্মমতার শিকার হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জের পিতৃহীন তাসলিমা জান্নাত কলি। এই ঘটনায় মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন নববধুর মামা তেরা মিয়া। অভিযোগে বলা হয়, বিবস্ত্র করে স্পর্শকাতর অঙ্গে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটানো হয় কলিকে। এতে তার শরীরে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। এটুকুতেই ক্ষান্ত হননি তারা, চুল কেটে ফেলেছেন তার। এরপর রাতভর তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করা হয়। প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেন।জানা গেছে, জন্মের আগেই কলির বাবা মাহমদ আলী মারা যান। তারপর থেকে ভোলাগঞ্জে মামা তেরা মিয়ার কাছে বড় হচ্ছিলেন তিনি। চলতি বছরের ৫ এপ্রিল উপজেলার নারাইনপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আব্দুর রহিমের সাথে আকদ হয় কলির। গত ৬ নভেম্বর তাকে শশুড়ালয়ে উঠিয়ে নেওয়া হয়। ৯ নভেম্বর স্বামীকে নিয়ে কলি মামার বাড়িতে বেড়াতে (ফেরা যাত্রা) আসেন। তখনই তার স্বামী মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা কেনার জন্যে দশ লাখ টাকা যৌতুক চেয়ে বসেন। এই টাকা দিতে সময় চান কলির মামা। ওই দিন সন্ধ্যায়ই তারা ফের শশুড়ালয়ে ফিরে যান। রাতেই তার ওপর নেমে আসে নির্যাতন। তাৎক্ষণিকভাবে পাঁচ লাখা টাকা আদায়ের জন্যে স্বামী ও তার স্বজনারা কলির ওপর চাপ সৃষ্টি করেন। এতে অস্বীকৃতি জানালে মারধোরের এক পর্যায়ে তার চুল কেটে দেন স্বামী ও স্বজনরা। কলিকে নির্যাতনের নিকটাত্মীয় আতাউর রহমান (৪০) ও ছৈইফ উল্লাহর (৫৮) প্ররোচনা রয়েছে বলে অভিযোগ ওঠেছে।এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: রুহুল আমিন বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) শংকর নন্দি মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিবাদীর বাড়িতে গিয়েছিলেন, তবে ঘটনাকারী কাউকে সেখানে পাননি। বর্তমানে তিনি রোগীকে দেখতে সিলেট ওসমানীতে অবস্থান করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.