সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে কেন্দ্রীয় কারাগারে যৌতুক মামলার এক আসামির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে (বৃহস্পতিবার দিবাগত রাত) তিনি মৃত্যুবরণ করেন।মৃতের নাম ইশতেয়াক আহমদ (৩৭)। তিনি জকিগঞ্জ উপজেলার শিকারপুর গ্রামের মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে।সিলেটের জেল সুপার ছগির মিয়া জানান, ইশতেয়াক তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গত ১১ নভেম্বর কারবন্দি হন। বৃহস্পতিবার হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।ছগির মিয়া আরো জানান, ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে ইশতেয়াক আহমদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারে যৌতুক মামলার এক আসামির আসামির মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৩, ২০১৫ | ৮:০০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »