সিলেটপোস্টরিপোর্ট:নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বহনকারী গাড়িটি জেলা কারাগারে পৌঁছেছে। দুপুর ২ টা ৫১ মিনিটে কারাগারের ভেতরে ঢোকে গাড়িটি। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শহিদুল ইসলাম সাত খুনসহ ১১ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। ১২ মিনিট পরই নূর হোসেনকে নিয়ে ফের কারাগারের উদ্দেশ্যে রওনা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর আগে জেলা পুলিশ লাইনস থেকে শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাত্র আট মিনিটের ব্যবধানে গাড়িটি আদালত প্রঙ্গণে এসে পৌঁছায়। নূর হোসেনকে আদালত প্রঙ্গণে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তার শান্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব-১-এর কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে নেয়া হয়।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মেজর লিয়াকত হোসেন নূর হোসেনকে গ্রহণ করেন।
কারাগারে নূর হোসেন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৩, ২০১৫ | ৮:০৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »