সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার সুরমা গেইট এলাকায় বেসামাল অবস্থায় মোটর সাইকেল চালাচ্ছিলেন এক যুবক। তার পেছনে বসা ছিলেন আরেক আরোহী। বেসামাল চালানো দেখে খাদিমপাড়ার সুরমা গেইট এলাকায় লাল রঙের পালসার মোটর সাইকেলটি থামান র্যাব সদস্যরা। চালক ও অপর আরোহী যুবকের কাছে র্যাব সদস্যরা জানতে চান এতো বেপরোয়া ও বেসামাল অবস্থায় মোটর সাইকেল চালানোর কারণ। এতে ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল আরোহীরা অশালীন ব্যবহার করেন। পরে র্যাব সদস্যরা এসএমপি এ্যাক্ট ২০০৯ এর ৭০/৭৮ ধারাসহ একই আইনের ১০৪ ধারামূলে দুই যুবককে আটক করেন। আটককৃতরা হলো সিলেট শাহপরান থানার টিলাগড় শাপলাবাগ ব্লক-ডি, ৬৮/৩ নম্বর বাসার মো. শুয়াইবুর রহমানের ছেলে মো. রুহুল আমিন (৪০) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাদেরসর গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫)।
আটককৃতদের শাহপরান থানায় সোর্পদ করা হয়েছে বলে শুক্রবার র্যাব-৯ স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।