সিলেটপোস্ট রিপোর্ট : সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে আবারো ব্যতিক্রমী প্রতিবাদী উদ্দ্যোগ নেওয়া হয়েছে। ‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ’ শিরোনামে ১০ মিনিট রাজপথে চোখ বেঁধে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে এ কর্মসূচি পালিত হবে। গত শনিবার রাতে সিলেট কল্যান সংস্থা আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহের জানান, গত ৮ আগস্ট ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ১৬ আগস্ট থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১০০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছিলো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, অদ্যবধি ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়নি। নাগরিকদের সুবিধা গ্রহনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সব কিছু দেখেও না দেখার ভান করছেন, যা নগরবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ১৯ নভেম্বর সকাল ১১টায় চোখে কালো কাপড় বেঁধে ১০ মিনিট অবস্থান কর্মসূচির পালিত হবে।