
সম্পাদক শেখ লুৎফুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সিলেট সংবাদ ডটকমের নির্বাহী সম্পাদক এমএ মালেক, নিউজ সর্বশেষ২৪ ডটকমের সুলতান সুমন, ডেইলি সময়ের ডাক ডটকমের টুনু তালুকদার,
সদস্য সিলেটভিউ২৪ ডটকমের ইমরান আহমদ, সিলেটভূমি ডটকমের ,জহুরুল ইসলাম, ডেইলি স্বর্ণালী দিন ডটকমের নূরুদ্দীন রাসেল, অপূর্ব সিলেট ডটকমের তালুকদার মো. মকবুল হোসেন, লাইভনিউজ২১ ডটকমের নিজামুল হক লিটন, বেঙ্গল টাইমস নিউজ ডটকমের আনহার আমদ সমশাদ, বিবার্তা ডটকমের কুলেন্দু শেখর দাস ও হবিগঞ্জ প্রতিদিনের জাবেদ টাগর।