সিলেট পোস্ট ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী পদত্যাগ করেছেন। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পদত্যাগের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রুমী বলেছেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই উত্রাই পার করার পর আমি বর্তমানে বিএনপি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর উদ্ভূত এক বিশেষ পরিস্থিতিতে আমি আমার আজীবন ভালোবাসার দল আওয়ামী লীগ ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এই দেশ, এই জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার দিকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, সে কথা বিশ্বাস করেই আমি বিএনপি ত্যাগ করছি।
তিনি লিখেছন, আমি সিদ্ধান্ত নিয়েছি, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার সংকল্প নিয়ে যেমন লড়াই সংগ্রাম করেছি, আগামীতেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাকি জীবন দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
এর মধ্যেই রুমীর পদত্যাগপত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনকে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।