সিলেট পোস্ট রিপোর্ট : শারীরিক অসুস্থতার জন্য সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর। আদালত কারা কর্তৃপক্ষকে বাবরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। ওই প্রেক্ষিতে আজ সোমবার বাবরকে চিকিৎসা ও চেকআপের জন্য ঢাকার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোমবার দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসাপতালে নেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, লুৎফজ্জামান বাবরের কোনো শারীরিক সমস্যা আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য আদালতের নির্দেশে তাকে ওই হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা ও চেকআপ শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সালাম জানান, দুপুরের দিকে লুৎফুজ্জামান বাবরকে হাসপাতালে আনা হয়। পরে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করা হয়। তিনি মেরুদণ্ডের ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের অসুখে ভুগছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৮ ও ১৯ নভেম্বর কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য রয়েছে। ওইদিন বাবরের স্বাস্থ্য প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।