সিলেট পোস্ট রিপোর্ট : সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত যুবলীগ নেতা আকিক মিয়াকে আশংকাজনক অবস্থায় রবিবার রাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।গত ৬ নভেম্বর আধিপত্য বিস্তার নিয়ে জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয় কলকলি ইউনিয়ন যুবদল সভাপতি শিপনের নেতৃত্বে এ হামলা ও সংঘষের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও সংঘর্ষে গুরুতর আহত হন স্থানীয় যুবলীগ নেতা আকিক মিয়াসহ ৩০ জন।গুরুতর অবস্থায় প্রথমে আকিককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওসমানী হাসপাতালে আনার পর তার অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে রবিবার রাতেই তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিযে যাওয়া হয়েছে।বর্তমানে তিনি সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন বলে জানা গেছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে আহত যুবলীগ নেতাকে ঢাকায় প্রেরন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৬, ২০১৫ | ৯:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »