সিলেটপোস্টরিপোর্ট:সাংবাদিক বাবুল তালুকদারসহ ১৪২ জন সাংবাদিককের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করার নিন্দা জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব মোফাজ্জাল করিম, সাবেক ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবাদুর রহমান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সিলেট পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট প্রতিনিধি নুরুল ইসলাম। নেতৃবৃন্দরা এক যুক্ত বিবৃতিতে বলেন, প্রতিহিংসার পরায়ন হয়ে নিজেদের এক আধিপত্য বিস্তারের লক্ষে বাংলাদেশে সাংবাদিকদের সর্ব শ্রেষ্ঠ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ থেকে ১৪২ জন সাংবাদিক কে সদস্য পদ বাতিল করা হয়েছে। যাহা ঘৃণ্য স্বরুপ ও নিন্দনীয় আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীণ সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি আন্দোলন কে কেন্দ্র করে এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে। যা সাংবাদিকতার ও জাতীয় প্রেসক্লাবের ইতিহাসকে কংলখিত করেছে।
জাতীয় প্রেসক্লাবের থেকে ১৪২ জন সাংবাদিকের সদস্য পদ বাতিল! নিন্দা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৭, ২০১৫ | ৭:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »