সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «   জৈন্তাপুর মডেল থানা কর্তৃক ১৪৮ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার”  » «   উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় জাকের পার্টি জনগনের পাশেই আছে-মহাসচিব  » «   কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা  » «   জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্ধ  » «   সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবকে শোকজ  » «  

ভোট কারচুপি মামলার রায়ে ৪ বছর পর মেম্বারপদ ফিরে পেলেন বালাগঞ্জের সফিক : প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মামলার নির্দেশ

15সিলেট পোস্ট রিপোর্ট :  সিলেটের বালাগঞ্জে ২০১১ সালের স্থানীয় সরকার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে যোগসাজসে ভোট কারচুপির মাধ্যমে সাধারণ আসনে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার বিরুদ্ধে আদালতে দাখিলকৃত মামলার রায়ে বালাগঞ্জ থানার ৫ নম্বর বোয়ালজুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল করিমের ছেলে নজরুল ইসলাম’র সদস্যপদ বাতিল করেছেন সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’র বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো । একই সাথে ঐ ওয়ার্ডের অন্যতম প্রার্থী সফিকুর রহমান দুদুকে আইনানুগভাবে সদস্যপদ দেয়ার জন্যও নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করা হয়েছে ।

তাছাড়া নির্বাচনের চলাকালে ঐ ওয়ার্ডের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এফআইএফসি ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার মোঃ আবু হানিফ এর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানাযায়,২০১১ সালের ২৫ জুন স্থানীয় সরকার নির্বাচনে বালাগঞ্জ থানার ৫ নম্বর বোয়ালজুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেও সাধারণ নির্বাচনে সদস্য ( মেম্বার ) পদে ফুটবল প্রতিক নিয়ে নজরুল ইসলাম ও বৈদ্যুতিক পাকা নিয়ে সফিকুর রহমান অংশগ্রহণ করেন । শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার যোগসাজসে কারচুপির মাধ্যমে এক ভোট বেশি দেখিয়ে ফুটবল প্রতিক’র প্রতিদ্বন্ধি নজরুল ইসলা কে বিজয়ি ঘোষণা করেন এবং বৈদ্যুতিক পাকা প্রতিকের প্রার্থী সফিকুর রহমান’র ২৭ টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেন । এ নিয়ে বৈদ্যুতিক পাকা প্রতিকের প্রার্থীর মূল নির্বাচণী এজেন্ট রেজাল্টশিটে দস্তখত করেননি ও তার দস্তখত ছাড়াই দাঙ্গা পুলিশের সহযোগিতায় প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার সিল গালা না করে তা নিয়ে কেন্দ্র ত্যাগ করেন ।

এ নিয়ে সফিকুল ইসলাম প্রথমে নির্বাচন কমিশন ও পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে নির্বাচনী মামলা নং ০৯/ ১১ ইং দাখিল করেন । ঐ আদালত তার বিপক্ষে রায় প্রদান করলে তিনি সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’র বিচারক মোঃ সাইফুজ্জামান হিরোর আদালতে নির্বাচনী আপিল মামলা নম্বর ০১/১৪ ইং দাখিল করেন । এর পরিপ্রেক্ষিতে এ আদালতে দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণ ও পূনরায় ভোট গণনা শেষে গত বুধবার (১১ নভেম্বর ১৫ ইং ) তারিখে সফিকুল ইসলাম দুদু আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত আদেশ প্রদান করা হয় ।

প্রার্থীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট ফারুকুজ্জামান ও অপরপক্ষে ছিলেন এডভোকেট রফিক উদ্দিন আহমদ মজুমদার ।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’র বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম জানান,প্রার্থীতা নিয়ে আদালতে আপিল মামলা দায়ের করেন সফিকুল ইসলাম দুদু তার আবেদনের প্রেক্ষিতে আদালতের রায়ে ফুটবল প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম এর মেম্বার পদ বাতিল ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বৈদ্যুতিক প্রতিকের প্রার্থী সফিকুল ইসলামকে মেম্বার ঘোষণা করে আদালত রায় প্রদান করেছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.