সংবাদ শিরোনাম
সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «  

ভোট কারচুপি মামলার রায়ে ৪ বছর পর মেম্বারপদ ফিরে পেলেন বালাগঞ্জের সফিক : প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মামলার নির্দেশ

15সিলেট পোস্ট রিপোর্ট :  সিলেটের বালাগঞ্জে ২০১১ সালের স্থানীয় সরকার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে যোগসাজসে ভোট কারচুপির মাধ্যমে সাধারণ আসনে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার বিরুদ্ধে আদালতে দাখিলকৃত মামলার রায়ে বালাগঞ্জ থানার ৫ নম্বর বোয়ালজুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল করিমের ছেলে নজরুল ইসলাম’র সদস্যপদ বাতিল করেছেন সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’র বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো । একই সাথে ঐ ওয়ার্ডের অন্যতম প্রার্থী সফিকুর রহমান দুদুকে আইনানুগভাবে সদস্যপদ দেয়ার জন্যও নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করা হয়েছে ।

তাছাড়া নির্বাচনের চলাকালে ঐ ওয়ার্ডের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এফআইএফসি ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার মোঃ আবু হানিফ এর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানাযায়,২০১১ সালের ২৫ জুন স্থানীয় সরকার নির্বাচনে বালাগঞ্জ থানার ৫ নম্বর বোয়ালজুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেও সাধারণ নির্বাচনে সদস্য ( মেম্বার ) পদে ফুটবল প্রতিক নিয়ে নজরুল ইসলাম ও বৈদ্যুতিক পাকা নিয়ে সফিকুর রহমান অংশগ্রহণ করেন । শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার যোগসাজসে কারচুপির মাধ্যমে এক ভোট বেশি দেখিয়ে ফুটবল প্রতিক’র প্রতিদ্বন্ধি নজরুল ইসলা কে বিজয়ি ঘোষণা করেন এবং বৈদ্যুতিক পাকা প্রতিকের প্রার্থী সফিকুর রহমান’র ২৭ টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেন । এ নিয়ে বৈদ্যুতিক পাকা প্রতিকের প্রার্থীর মূল নির্বাচণী এজেন্ট রেজাল্টশিটে দস্তখত করেননি ও তার দস্তখত ছাড়াই দাঙ্গা পুলিশের সহযোগিতায় প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার সিল গালা না করে তা নিয়ে কেন্দ্র ত্যাগ করেন ।

এ নিয়ে সফিকুল ইসলাম প্রথমে নির্বাচন কমিশন ও পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে নির্বাচনী মামলা নং ০৯/ ১১ ইং দাখিল করেন । ঐ আদালত তার বিপক্ষে রায় প্রদান করলে তিনি সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’র বিচারক মোঃ সাইফুজ্জামান হিরোর আদালতে নির্বাচনী আপিল মামলা নম্বর ০১/১৪ ইং দাখিল করেন । এর পরিপ্রেক্ষিতে এ আদালতে দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণ ও পূনরায় ভোট গণনা শেষে গত বুধবার (১১ নভেম্বর ১৫ ইং ) তারিখে সফিকুল ইসলাম দুদু আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত আদেশ প্রদান করা হয় ।

প্রার্থীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট ফারুকুজ্জামান ও অপরপক্ষে ছিলেন এডভোকেট রফিক উদ্দিন আহমদ মজুমদার ।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’র বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম জানান,প্রার্থীতা নিয়ে আদালতে আপিল মামলা দায়ের করেন সফিকুল ইসলাম দুদু তার আবেদনের প্রেক্ষিতে আদালতের রায়ে ফুটবল প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম এর মেম্বার পদ বাতিল ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বৈদ্যুতিক প্রতিকের প্রার্থী সফিকুল ইসলামকে মেম্বার ঘোষণা করে আদালত রায় প্রদান করেছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.