সিলেটপোস্টরিপোর্ট:ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মানুষের জীবনকে সত্য সুন্দর ও সহজ করতে ইসলাম শান্তির পতাকাবাহী হয়ে কাজ করে আসছে হাজার বছরেরও বেশি সময় ধরে। আখেরি জামানার উম্মাতেরা স্বাভাবিকভাবেই একটু বেশি কর্মব্যস্ত সেটা জীবন ও জীবিকার তাগিদেই। সেখানে আমরা এমনিতেই আমল করার সময় ও সুযোগ খুব কম পেয়ে থাকি।আজ আমরা মুসলমান ধর্মের অনুসারী ভাই ও বোনদের জন্য এক বিশেষ এক দোয়া উপস্থাপন করছি। যে দোয়া একবার পাঠ করলে মহান রাব্বুল আলামীন ২০ লাখ নেকি দিয়ে থাকেন। সেই দোয়াটাই ৫ বার আমল করলে আপনি মাত্র একমিনিটেই পেয়ে যেতে পারেন ১ কোটি নেকি। চলুন শিখে নেয়া যাক সেই দোয়াটি।এহ দোয়া পাঠ করলে ২০ লাখ নেকি পাওয়া যায়।
‘‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম্ইয়ালিদ ওয়া লাম্ইউলাদওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ”।নিজে আমল করুন অপর ভাইকেউ আমল করাতে তগিদ প্রদান কুরুন।