সিলেটপোস্ট ডেস্ক : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার বেলা ১২টা ২০মিনিটে গেছেন তার পরিবারের সদস্যরা। তিনটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও স্ত্রী ফারহাত কাদের চৌধুরীসহ পরিবারের ২২ সদস্য।
বেলা ১২টা ২৬ মিনিটে তাদের ১৫ জন সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য কারাগারে প্রবেশ করেন। ১৫ জনের সাক্ষাতের আবেদন করায় বাকী সাতজন বাইরে অপেক্ষায় থাকেন। সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য আগেই কারা কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে।
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে একটি গাড়িতে করে তারা কারাগারে পৌঁছান। সাক্ষাৎ করতে গেছেন মুজাহিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও মেয়ে জামাইসহ ১২ জন।
দুপুরে মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর ১২ জনের দেখা করার একটি আবেদনপত্র কারাগারে নিয়ে যান।