সিলেটপোস্ট ডেস্ক : চিকিসা শেষে শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
খালেদার দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ২০ তারিখ রওনা দিয়ে তার ২১ তারিখ দেশে ফেরার কথা রয়েছে।
রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালত প্রাঙ্গনে খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতের কার্যক্রম শেষে বের হয়ে কথা বলেন খালেদার আইনজীবীরা।