সিলেটেপোস্ট ডেস্ক : হেট স্টোরি থ্রিতে শুধুই নাকি শরীর দেখাতে ব্যবহার করা হয়নি বলে দাবি অভিনেত্রী ডেইজি শাহের।
হেট স্টোরি থ্রি-তে এখনও পর্যন্ত যেটুকু দেখা গেছে, তাতে বেশ বোল্ড অবস্থায় দেখা গেছে তাকে।
ডেইজি নিজেও বলছেন, মনে হচ্ছে- একটু বেশি হয়ে গেছে। অবশ্য দর্শকদের পছন্দ হলে, ভালই লাগবে।
এর আগে হেট স্টোরিতে পাওলি দামকেও বেশ বোল্ডভাবে দেখা গিয়েছিল। তবে, আম দর্শকদের মত ডেইজি ইতিমধ্যে সবাইকে ছাপিয়ে গেছেন।
এখন ডেইজি বলছেন, আমাকে মোটেই এই ফিল্মে শুধু শরীর দেখানোর জন্য রাখা হয়নি। আমার চরিত্রটাও হেট স্টোরি থ্রি-তে বেশ ভাল। আমার চরিত্রটা পছন্দ হয়েছে বলেই এই ফিল্মে সাইন করেছি।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২১.১১.২০১৫