সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ফাঁসির মঞ্চে ৭ জল্লাদের মহড়া

23সিলেটপোস্টরিপোর্ট:মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের জন্য সাত জল্লাদ ফাঁসির মঞ্চে মহড়া দিয়েছেন।আজ শনিবার সন্ধ্যার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ফাঁসির মঞ্চে এই সাত জল্লাদ ফাঁসির মহড়া দিয়েছেন বলে কারা কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেছে।সাত জল্লাদের মধ্যে রয়েছেন শাহজাহান, রাজু, আবুল, হযরত, ইকবাল, মাসুদ ও মুক্তার। তাদের মধ্যে শাহজাহানের নেতৃত্বে রাজু ও আবুল ফাঁসি কার্যকর করবেন। তবে শাহজাহান যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে রাজু ফাঁসি কার্যকর করবেন, তাকে সহযোগিতা করবেন আবুল ও হযরত। তবে শেষ মুহূর্তে শাহজাহান ও রাজুকে পরিবর্তন করে বাকি পাঁচজন জল্লাদের একজন ফাঁসি কার্যকরও করতে পারেন।প্রাণভিক্ষা চাওয়া-না চাওয়ার বিষয়টি সুরাহা হলেই তারা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করবেন।কারাগার সূত্রে জানা গেছে, জল্লাদ শাহজাহান ও রাজু অন্যদের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন। সেই সঙ্গে সুঠাম দেহ ও অধিক মনোবলের কারণে জল্লাদদের তালিকায় তাদের নাম প্রথমে রাখা হয়েছে। তবে জল্লাদ শাহজাহানের বয়স হয়ে গিয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেন তিনি।অন্যদিকে চলতি বছরের ১২ এপ্রিল আরেক জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে ভূমিকা রাখেন জল্লাদ রাজু। শাহজাহান ১৪৩ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ৩৬ বছর ধরে শাহজাহান এবং রাজু ১৫ বছর ধরে কারাগারে আছেন। শাহজাহান বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামি, এরশাদ শিকদারসহ বিভিন্ন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।এর আগে কারাগার সূত্র জানায়, এরই মধ্যে ফাঁসির দু’টি মঞ্চের মধ্যে একটি মঞ্চকে পরীক্ষা করে দেখেছেন জল্লাদরা। মঞ্চ ধুয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে নতুন শামিয়ানা এখনো লাগানো হয়নি। ফাঁসির জন্য আনা হয়েছে ম্যানিলা রোপ। শনিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং জল্লাদরা ফাঁসির মঞ্চে মহড়াও দেবেন। ফাঁসির আগে চূড়ান্ত আরেকটি মহড়া দেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.