সিলেটপোস্টরিপোর্ট:মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদের ফাঁসি আজ রাতেই কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মারুল হাসান।শনিবার রাত সোয়া ১০ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তবে, কয়টা সময় ফাঁসি কার্যকর হতে পারে সে বিষয়ে তিনি কিছুই বলেননি।