সিলেটপোস্ট রিপোর্ট : সোমবার সকাল ১১ ঘটিকায় সিলেট নগরির দরগাহ্ মহলাস্থ সাঈবিন এন্টারপ্রাইজ এর কার্য্যালয়ে পরিবেশবাদী সামাজিক সংগঠন “গ্রীণ পিচ সিলেট” এর আত্মপ্রকাশ করা হয়। বিলুপ্তপ্রায় পশু-পাখি নিধন রোধ ও সংরক্ষণ, পশু-পাখি অধিকার সংরক্ষণ, পশু-পাখি নির্যাতন রোধ, পশু-পাখি অভয়রান্য সহ বসবাস উপযোগী বনাঞ্চল সংরক্ষন করার জন্য জন সচেতনতা তৈরি ও যথাযথ কর্তৃপক্ষকে সহযোগীতা করার লক্ষো সংগঠন গঠন করা হয়। সংগঠনের কার্য্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল জলিল সামায়ুন কে আহবায়য়ক ও রাহাত আহমেদ টিপুকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হচ্ছেন- মু. সাদিকুল আলম,মোঃ নজরুল ইসলাম,তাহমিনা আহাদ রুজি,চুনু তালুকদার,কাদির আহমদ,পারভেজ আহমদ,মোঃ সামছুজ্জামান লিটু।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৩.১১.২০১৫