সিলেটপোস্ট রিপোর্ট :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আগামীকাল মঙ্গলবার ‘শাবি কর্মচারী ইউনিয়ন’র অভিষেক অনুষ্ঠান ২০১৫-১৬ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন শাবি কর্মচারী ইউনিয়ন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।ইউনিয়নের সহ-সভাপতি ও অভিষেক অনুষ্ঠানের আহবায়ক মো. নফিছ মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, আশা করি সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হবে।এছাড়া অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
শাবি কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৩, ২০১৫ | ১১:১৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »