সিলেটপোস্ট রিপোর্ট :রাজধানীর চকবাজার এলাকায় একটি প্লাষ্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দরা।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে শীর্ষ নিউজকে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চকবাজার থানার রহমতগঞ্জ বালুর মাঠের পাশে একটি প্লাষ্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।লালবাগ থানার ডিউটি অফিসার অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলে আগুন নেভানোর চেস্টা করছে ফায়ার সার্ভিসের লোকজন।