সিলেটপোস্ট রিপোর্ট :নানা নাটকীয়তার পর অবশেষে সারা দেশের ন্যায় আগামী ৩০ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচন হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় ইসি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর নির্বাচন হওয়ার ব্যাপারে নিশ্চিত হয় গোলাপগঞ্জের পৌর নাগরিকবৃন্দ।এই আনন্দে পৌর নাগরীক সমাজের ব্যানারে আনন্দ মিছিল বের করার কথা রয়েছে। নির্বাচন ঠেকাতে গতমাসে বর্তমান পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন পন্থা অবলম্বন করে করেন। শেষ পন্থা হিসেবে পৌরসভার কয়েকজন কাউন্সিলর ও কয়েকজন সমর্থক নিয়ে কালে নির্বাচন কমিশন ওআদালতের উদ্দেশ্যে রোববার সকালে ঢাকায় যান মেয়র পাপলু।বিশ্বস্ত সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।আদালতপাড়া থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে সর্বত্র দৌড়ঝাপ করেও কোন তদবির কাজে আসেনি ।এদিকে গত দুদিন থেকে নির্বাচন হবে কি না দুটানার মধ্যে ছিল গোলাপগঞ্জ পৌরবাসী। নানা উদ্ধেগ আর উৎকন্ঠায় কাটানোর পর কমিশনের নির্বাচনযোগ্য ২৩৬টি পৌরসভার তালিকা প্রকাশ করে। তালিকার ১৯০ নং ক্রমিক সিলেটের গোলাপগঞ্জ রয়েছে জানার পর গোলাপগঞ্জে আনন্দের বন্যা বয়ে যায়। কোন ভাবেই নির্বাচন আটকাতে না পেরে বর্তমান মেয়র সমর্থকরা হতাশা হয়ে পড়েছেন।
নাটকীয়তার পর নির্বাচন হচ্ছে গোলাপগঞ্জ পৌরসভায়
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৪, ২০১৫ | ৮:৪৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »