সিলেটপোস্ট রিপোর্ট :নবগঠিত সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটির নেতাদের অবাঞ্চিত ঘোষণা করেছেন জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, যারা পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে সিলেট জাতীয় ছাত্র সমাজের কমিটিকে সু-সংগঠিত করেছে তাদের বাধ দিয়ে দলে নব যোগ দান কারী কিছু নেতা কর্মীদের টাকার বিনিময়ে আহবায়ক কমিটির ঘোষিত হয়েছে। যা জাতীয় ছাত্র সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র। অবিলম্বে সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী পরিশ্রমী নেতা কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠনের জোর দাবী জানাচ্ছি অন্যতায় জকিগঞ্জ ছাত্র সমাজের সর্বস্থরের নেতা কর্মী বৃন্দ এই সকল দলীয় চাটুকাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে। নেতৃবৃন্দ সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটির সকল নেতা কর্মীদের জকিগঞ্জ অবাঞ্চিত ঘোষনা করেন।নেতৃবৃন্দ আরো বলেন গত ২২ নভেম্বর জকিগঞ্জ কালিগঞ্জ বাজারে নবগঠিত সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ একটি মিছিল করতে চাইলে তাদেরকে ছাত্র সমাজের তৃণমূল নেতৃবৃন্দ বাধা প্রদান করেন এবং এক পর্যায়ে লাঞ্চিত করে ব্যানের ছিনিয়ে নেন এ ধরনের ঘটনা সিলেটের প্রত্যেকটি উপজেলা ঘটতে পারে বলেন নেতৃবৃন্দ বিবৃতি উল্লেখ করেন। বিবৃতি দাতা গণ হলেন জকিগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সালমান আহমদ চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, তারেক আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সুফিয়ান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ফয়সল আহমদ, মাসুদ আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক এহসানুল হক সাবিত, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম, জাবের আহমদ, জসিম উদ্দিন, হারুনুর রশিদ, মাহতাব উদ্দিন, সালেখ আহমদ, মামুনুর রশিদ।
সিলেট জেলা ছাত্র সমাজের কমিটিকে জকিগঞ্জে অবাঞ্চিত ঘোষণা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ১২:৩৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »