সিলেটপোস্ট রিপোর্ট :সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় হত্যা, গুম এবং অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেবাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা জানান।বিবৃতিতে তিনি বলেন, “সরকার গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করছে এবং ঠাণ্ডা মাথায় সারাদেশে নেতা-কর্মীদের হত্যা, গুম ও অন্যায়ভাবে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের জেলখানায় পাঠানো হচ্ছে।এই হত্যা, গুম ও গণহারে গ্রেফতার করার প্রতিবাদে আমি আগামী বৃহস্পতিবার সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”
বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ৭:৫৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »