সিলেটপোস্ট রিপোর্ট :সুনামগঞ্জে এবার আমন ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষক। সময় মতো বৃষ্টিপাত না হওয়া ও পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের আশংকা করছেন কৃষক।সুনামগঞ্জে এ বছর ৬০ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। ধান রোপনের প্রথম দিকে পর পর ৩ বারের বন্যায় প্রায় ১৫ হাজার হেক্টর জমির আমন ফসল সম্পূর্ন নষ্ট হয়ে গেছে।যে ৪৫ হাজার হেক্টর জমির আমন ধান হয়েছে তার ফলন নিয়েও শংকিত কৃষক। সময় মতো বৃষ্টিপাত না হওয়া ও বিভিন্ন ক্ষতিকারক পোকার আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।অনেক স্থানে ধান গাছ লালচে হয়ে মারা যাচ্ছে। জমিতে কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছে না কৃষক। এ অবস্থায় এ বছর আমন ধানের উৎপাদন অর্ধেকে নেমে আসবে বলে কৃষকরা জানান।সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক জানন, ‘এবার এ অঞ্চলে পরিমিত বৃষ্টি হয়নি। তাতে করে কৃষকদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে সামনে আশা করছি এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। কৃষি অধিদপ্তর থেকে সব সময় তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।’