শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১২ ডিসেম্বর (শনিবার) থেকে।
‘বি’ ইউনিটের মেধাতালিকার শিক্ষার্থীদের ১২ ও ১৩ ডিসেম্বর এবং ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের ১৫ ও ১৭ ডিসেম্বরে সাক্ষাতকারের মধ্য দিয়ে ভর্তি করানো হবে। শাবির একাডেমিক ‘এ’ ভবনে সকাল ৯টায় কার্যক্রম শুরু হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি সাক্ষাৎকার শেষে অপেক্ষমান বা ওয়েটিং তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ জানানো হবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায় মেধা তালিকা অনুযায়ী ১২ ডিসেম্বর ‘বি’ ইউনিট গ্রুপ-১ এর ১-৬০০ পর্যন্ত, ১৩ ডিসেম্বর একই ইউনিটের গ্রুপ-১ এর ৬০১-৮৬২ পর্যন্ত, গ্রুপ-২ এর ১-১৫০ পর্যন্ত এবং গ্রুপ-৩ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
একই দিন `বি` ইউনিটের গ্রুপ-১ এর মুক্তিযোদ্ধা কোটায় ১-১৩ পর্যন্ত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-১৩ পর্যন্ত, প্রতিবন্ধী কোটায় ১-৬ পর্যন্ত, পোষ্য কোটায় ১-৬ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।
গ্রুপ-২ এর মুক্তিযোদ্ধা কোটায় ১-৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোঠায় ১-৩, প্রতিবন্ধী কোটায় ১-২, পোষ্য কোটায় ১-২ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।
গ্রুপ-৩ এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১, প্রতিবন্ধী কোটায় ১, পোষ্য কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
অপরদিকে, ১৫ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে মেধা তালিকায় অনুসারে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১-২২০ পর্যন্ত, মানবিক বিভাগে ১-৩১২ পর্যন্ত এবং ১৭ ডিসেম্বর বাণিজ্য বিভাগে ১-৮৪ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।
একই দিনে ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান বিভাগের মুক্তিযোদ্ধা কোটায় ১-৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-৩, প্রতিবন্ধী কোটায় ১-২, পোষ্য কোটায় ১-৪ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।
মানবিক বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ১-৪, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-৪, প্রতিবন্ধী কোটায় ১-২, পোষ্য কোটায় ১-২ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।
এবং বাণিজ্য বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ১-২, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-২, প্রতিবন্ধী কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, সার্টিফিকেটসহ দুই কপি সত্যায়িত ফটোকপি এবং ভর্তির জন্য ৬৮৫০ টাকা নিয়ে আসতে হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
সিলেটপোসট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৬.১১.২০১৫