সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার আয়োজিত সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। বৃহস্পতিবার ২য় সেমিফাইনাল খেলা নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। খেলায় রিয়াল টাইগার্সকে ২৩ রানে হারিয়ে ফিউচার টাইগার্স ফাইনালে উন্নীত হয়। শনিবার একই মাঠে জমজমাট এই ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামে ফিউচার টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে স্কোর বোর্ডে ১৫৫ রান তোলে ফিউচার টাইগার্স। দলের পক্ষে ফাহমিদ সর্বোচ্চ ৬৪ এবং তপু ৩১ রান করেন। রিয়াল টাইগার্সের অধিনায়ক সানি ১২ রান দিয়ে এবং আনিস ১০ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে রিয়াল টাইগার্স ১৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে তানাম সর্বোচ্চ ২৪ এবং সাব্বির ২৩ রান করেন। ফিউচার টাইগার্সের অধিনায়ক ইসহাক ২২ রান দিয়ে ৪টি, মুন্না ১৪ রান দিয়ে ২টি এবং ফাহমিদ ১৬ রান দিয়ে ১টি করে উইকেট লাভ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিউচার টাইগার্সের ফাহমিদ। ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা দলের সাবেক অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহমদ জুলকারনাইন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার। উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফয়ছল ইউছুফ, সিলেট বিভাগীয় দলের কোচ জনাব এ কে মাহমুদ ইমন, সিলেট জেলা কোচ মারুফ হাসান, সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের পরিচালক এবং কোচ তপন মালাকার। শনিবার ফাইনালে দ্যা কিং অফ টাইগার্স ফিউচার টাইগার্সের বিরুদ্ধে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।