সিলেটপোস্ট রিপোর্ট :হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক (সবুজবাগ) এলাকার শিল্পী শিল্পালয় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম মনোরঞ্জন সরকার। মনোরঞ্জন হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকার মোহন সরকারের ছেলে।স্থানীয়রা জানান, মনোরঞ্জন সরকার হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক (সবুজবাগ) এলাকার শিল্পী শিল্পালয়ের কর্মচারী ছিলেন। তিনি রাতে ওই দোকানেই ঘুমাতেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েন মনোরঞ্জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দোকান মালিক প্রাণেশ দেব দোকানে এসে ভেতর থেকে বন্ধ দেখতে পান।অনেকক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়াশব্দ না পাওয়ায় হবিগঞ্জ সদর থানায় খবর দেন তিনি। দুপুর ১২টায় এসআই কৃষ্ণমোহন সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মনোরঞ্জনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, মনোরঞ্জন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।