সিলেটপোস্ট রিপোর্ট :ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী আব্দুর রহিমের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে ওসমানীনগর উপজেলার উমরপুর বাজারে অনুষ্টিত উপজেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২১ নভেম্বর বিকালে গোয়ালাবাজারস্থ সাদিমহল কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিকলীগের সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংর্ঘের সৃষ্টি হয়। একইদিন (২১ নভেম্বর) বিকেলে স্থানীয় উমরপুর বাজারে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় উন্নয়ন বাস্তবায়ন পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্টিত হয়। কিন্তু দেখা যায় যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত (ওসমানীনগর থানা, মামলা নং-১২) মামলায় মানবাধিকার কর্মী আব্দুর রহিমকে আসামী করা হয়েছে। এবং ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে আব্দুর রহিম অবৈধ অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত ছিল। বিষয়টি জানতে পেরে আমরা মর্মাহত হয়েছি।এসময় বক্তারা বলেন, শ্রমিকলীগের সম্মেলন এবং গোয়ালাবাজারে সংঘর্ষের ঘটনার সময়ে আব্দুর রহিম ঘটনাস্থলে ছিলেন না। প্রতিহিংসামূলকভাবে হয়রানী করতে তাকে সংঘর্ষের মামলায় আসামী করা হয়েছে। তাই দ্রুত আব্দুর রহিমের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে সাধারণ মানুষদের সাথে নিয়ে আন্দোলনে নামা হবে।সংগঠনের সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন লেফাছের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি লুৎফুর রহমান ফারুক, মুক্তিযোদ্ধা আফছর মিয়া, দপ্তর সম্পাদক শফিক মিয়া, সমাজকল্যান সম্পাদক কামালুর রহমান, সদস্য শায়েল আহমদ, ফাহিম আহমদ, ছালেহ আহমদ প্রমুখ।
ওসমানীনগরে মানবাধিকার কর্মীর উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৭, ২০১৫ | ১২:৩৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »