সিলেটপোস্ট রিপোর্ট :হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মদ গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে।মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছায়েদ মিয়া (৪৫) ও তার স্ত্রী লাভলি বেগম (৪০) গ্রেফতার করে পুলিশ।গোপণসূত্রে খবর পেয়ে এসআই মমিনুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ছায়েদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ৫ বোতল অফিসার চয়েজ, ৭ বোতল ম্যাগ ডুয়েল ও ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করে।