সিলেটপোস্ট রিপোর্ট :পাঁচ দিন নিখোঁজ থাকার পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবল ছড়া সীমান্ত এলাকায় ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাধে শ্যাম (৩০) নামে নিখোঁজ চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য নসিবুর রহমান জানান, স্থানীয় লোকজন বৃহষ্পতিবার সকালে ঘাস কাটতে গিয়ে রাধে শ্যামের লাশটি পান।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন জানান, রাধে শ্যামের সঙ্গে দিলীপ পাশি (৩০) নামে আরও এক চা-শ্রমিক পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। লে. কর্নেল নাসির উদ্দিন আরও বলেন, দুজনের নিখোঁজের বিষয়টি ভারতের সীমান্তরী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকেও জানানো হয়েছিল।বৃহষ্পতিবার সকালে একজনের লাশ পাওয়া গেছে। এ ব্যাপারে বিজিবির প থেকে বিএসএফকে লাশ হস্তান্তরের জন্য জানানো হলেও বিএসএফ এর প থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি।
কমলগঞ্জের ডবলছড়া সীমান্তে নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৭, ২০১৫ | ১১:১৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »