সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট প্রেসক্লাবের সভাপতি বাঘা ইউনিয়নের কৃতি সন্তান ইকবাল সিদ্দিকী বলেছেন, সিলেট তথা পুরো বাংলাদেশে বাঘা ইউনিয়নের এক অতীত গৌরবের ইতিহাস আছে। এ ইউনিয়নের অনেক স্বনাম ধন্য ব্যক্তির জন্ম হয়েছে। উপ-মহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা বশীর আহমদ শায়খে বাঘা (রহ:) সহ অনেক গুণিজনের পুণ্যভূমি এই বাঘার। মানুষের মধ্যে অন্য এলাকার তুলনায় ভাতৃত্বপূর্ণ সম্পর্কটাই একটু বেশি। এ ইউনিয়নে বহু ধর্মের মানুষ অত্যান্ত আপনজনের মতো এক মনে বসবাস করে এই এসোসিয়েশনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্দন আরো গভীর হবে। তিনি এই সংগঠনের উন্নতী ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির দক্ষিণপারস্থ মেট্টো সেন্টারের কনফারেন্স হলে সিলেট শহরে অবস্থানরত বাঘা ইউনিযনের বিশিষ্ট নাগরিকবৃন্দের নিয়ে বাঘা এসোসিয়েশন সিলেট কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সিটি কাউন্সিলর ছয়ফুল আমীন বাকের ও সদস্য এম জহরুল ইসলাম মখর এর যৌথ পরিচালনায় শুভেচ্ছ বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দীন ফরহাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ফারুক আহমদ চৌধুরী, আব্দুস সালাম, মাওলানা মুশতাক আহমদ খান, বিশিষ্ট সাংবাদিক বদরুজ্জামান বদর, বিশিষ্ট সংগঠক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সিলেট চেম্বার সদস্য লায়েছ আহমদ, নূরুল ইসলাম, ছাদ উদ্দীন, আতাউর রহমান, বাহাউদ্দীন, বারিছ মিয়া, আব্দুল ফাত্তাহ, মাওলানা রেজাউল করীম কাশেমী, হিফজুর রহমান খান, নূরুল হক, ফজলু মিয়া, ছালেহ আহমদ গেদা, মোতাহার হোসেন বাবুল, আব্দুস সালাম, আবুল কালাম, আহদুর রহমান কামরুল, আব্দুল কাইয়ুম পাখি, সায়্যিাদ আহমদ সায়েদ, রহীম উদ্দীন, আব্দুল আলীম, শাহ ফাহাদ আহমদ, দেলোয়ার আহমদ, রুবেল আহমদ, মিসবাহুল হক মিসবা, মেহরাজ আহমদ, আবুল কাশেম প্রমুখ।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৭.১১.২০১৫