সিলেটপোস্ট রিপোর্ট : সন্ত্রাসী হামলায় আহত যুব জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ গোলাপ মিয়ার মামা জগন্নাথপুর উপজেলার খলখলি ইউনিয়নের জগদীশপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইরফান আলী কে দেখতে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। তারা আহতের পাশে কিছু সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাগপা সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটন, সহ-দপ্তর সম্পাদক সোহেল আহমদ শাহেল, জাগপা ছাত্রলীগ সিলেট জেলা সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর যুব জাগপা নেতা মোছাঃ নাসিমা বেগম সহ অন্যান্যরা।
এ সময় নেতৃবৃন্দ বিশিষ্ট মুরুব্বি ইরফান আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানান। উল্লেখ, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার দুপুরে বিশিষ্ট মুরুব্বি ইরফান আলী জগদীশপুর ইসলামিয়া মাদ্রাসা তার ছোট ছেলের পরীক্ষার ফি দিয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসার সামনে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। পরে গুরুতর আহত ইরফান আলী কে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। তার মাথায় প্রায় ৪৫টি সেলাই দেয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থান ফোলা জখম আছে।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৭.১১.২০১৫