সংবাদ শিরোনাম
সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা  » «   শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «  

বৃহত্তর ময়মনসিংহ সমিতির মতবিনিময় সভা দেশকে এগিয়ে নিতে হলে খাঁটি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে ————মুখ্য সচিব আবুল কালাম আজাদ

সিলেটপোস্ট রিপোর্SAM_6503ট : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে খাঁটি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্যে কাজ করতে হবে। দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তার একমাত্র কারণ আমরা যে যার অবস্থানে আছি সেখান থেকে দেশের উন্œয়নে ঝাঁপিয়ে পড়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভিন্ন পাইলট প্রকল্প গ্রহণ করেছেন। বিশেষ করে দেশের অনাবাদি জমিকে শতভাগ জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। এ যাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে শপথ গ্রহণ করতে হবে। তাহলেই আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে। সিলেটে অবস্থানরত ময়মনসিংহবাসীরা নিজেদের পাশাপাশি সিলেটের উন্নয়নে একাত্ম হয়ে কাজ করতে হবে। বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিলেট টু ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালু, সিলেট সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা সড়ক যা একনেকে অনুমোদিত হয়েছিল তা দ্রুত বাস্তবায়ন করা এবং সিলেটে সমিতির কার্যালয়ের জন্য একখন্ড ভূমির দাবী জানান।
শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে সমিতির সভাপতি ডা. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল আলম বাবলুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, ডিআইজি প্রিজন মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রওশনুজ্জামান সিদ্দিকী, সমিতির উপদেষ্টা ও মহানগর মহিলা আ’লীগ নেত্রী আসমা কামরান, সমিতির সদ্য সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ডা. ছফির উদ্দিন আহমদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম খান, বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সাইদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির মোহাম্মদ মাহবুবুর রহমান, ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল বাছিত, সমিতির সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক, প্রবীর কুমার দেব নাথ, মোঃ নিজাম উদ্দিন, ব্রজেন্দ্র চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম পারভেজ, ধর্ম সম্পাদক মোঃ সামছুল আলম তালুকদার, ড. আনিছুর রহমান ফরাজী, সমাজসেবা প্রবেশন অফিসার মোঃ তমির হোসেন, ডা. মোশারফ হোসেন মুন্না, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, এড. শহিদুল্লাহ তালুকদার, ইঞ্জিনিয়ার মোঃ ইসমাঈল হোসেন, সিলেট সদর উপজেলা এসিল্যান্ড সুহেল মাহমুদ, শাহ আলম ভূইয়া, আব্দুস সামাদ ভূইয়া, মনোওয়ার হোসেন রূপক, উম্মে নাসরিন খানম প্রমুখ।

সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৭.১১.২০১৫

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.