সিলেটপোস্ট রিপোর্ট :দেশে সাম্প্রতিককালে সংঘঠিত সব সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।দেশটির ঢাকাস্থ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ধর্মীয় প্রার্থনারত অবস্থার ওপর সর্বশেষ যে আক্রমণের ঘটনা ঘটেছে ইরান তা প্রত্যক্ষ করেছে জানিয়ে বলা হয়- হোসেনি দালানে একটি এবং গত ২৬শে নভেম্বর বগুড়ায় মসজিদে (শিয়া সম্প্রদায়ের) অপর আক্রমণের ঘটনা ঘটেছে। ওই সব আক্রমণে হতাহতের ঘটনা ঘটেছে। ইরান বিশ্বাস করে কোনো মুসলিম এমন হিংস্র ও নিষ্ঠুর আক্রমণের জন্য দায়ী হতে পারে না। বিজ্ঞপ্তিতে পবিত্র কোরআনের সুরা মায়েদা’র একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনে অপর ব্যক্তিকে খুন কিংবা গুরুতর অন্যায়ের জন্য হত্যা করে তা হলে সে গোটা মানবজাতিকেই হত্যা করেছে বলে বিবেচিত হবে।’ বিবৃতিতে বলা হয়-এখানে কোনো সন্দেহ নেই যে- বাংলাদেশ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজমান শান্তি ও সম্প্রতি নষ্ট করার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। ইরানের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানানো হয়।