সিলেটপোস্ট রিপোর্ট :নাইকো দুর্নীতি মামলায় আজ সোমবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া শীর্ষ নিউজকে এ কথা জানান।খালেদা জিয়া সোমবার আদালতে যাওয়া বিষয়টি তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার সকাল ১০টায় খালেদা জিয়া আদালতে যাবেন।এই মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিট আবেদন গত ১৮ জুন খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।দুর্নীতি দমন কমিশনের করা এই মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক আমিনুল ইসলামের আদালতে বিচারাধীন রয়েছে।বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের ওই নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকায় অবস্থিত নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া।২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
আজ আদালতে যাবেন খালেদা জিয়া
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ৩০, ২০১৫ | ৭:২৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »